আমরা প্রবেশ করেছি ২০২০’র শেষ সপ্তাহে। অনেকেই প্রস্তুতি নিচ্ছেন আগামী বছরকে সুস্বাগতম জানানোর জন্য। যাঁরা এখনও বুঝে উঠতে পারেননি যে অতীত ভুলিয়ে কী ভাবে নতুনকে স্বাগত জানাবেন, তাঁদেরকে পথ দেখাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas)। নতুন বছরে পা দেওয়ার আগে গত সোমবার বছরের শেষ সেলফি তুলেছেন পিগি চপস। তাঁর সাম্প্রতিক পোস্টে বিদায়ী বছর কেমন গেল আর আগামী বছরের সম্ভাবনা দুই ধরা পড়েছে। নিজের অনুভূতি জানানোর সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কা এটাও জানতে চেয়েছেন যে বাকিদের এই বছর কী ভাবে কাটল! নিজের পোস্টের মাধ্যমে একটু হলেও বিশ্লেষণাত্মক হয়ে উঠেছেন তিনি। ফ্যানেদের কাছে প্রিয়াঙ্কার প্রশ্ন- ক্যালেন্ডার উল্টে ২০২১ দেখতে কেমন লাগবে সবার? কেমন লাগবে নতুন বছরের সুন্দর দিন কল্পনা করে? ফ্যাশন আর মেকআপ নিয়ে প্রিয়াঙ্কা বরাবরই অন্যদের থেকে অনেক এগিয়ে। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে সাদা রঙের ক্রপ টপ আর মভ রঙা ট্রাউজারে। রেশমি চুল আর ম্যাট ফিনিস লিপস্টিকে অনন্যা হয়েছেন তিনি।
Leave a Reply