গত দুই দিনে তাপমাত্রা বেশ কমেছে। তাপমাত্রা আরো কমে গিয়ে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে শুক্রবারের মধ্যে আবারো শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবারের পরে দেশের অন্যান্য অংশেও ধেয়ে আসতে পারে শৈত্যপ্রবাহ।
বৃহস্পতিবার আবহাওয়া অফিস সূত্রে আরো জানা গেছে, আজ রাতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
এদিকে আবহাওয়াবিদরা জানান, বুধবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলে এই বৃষ্টি শুক্রবারও অব্যাহত থাকতে পারে।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা ও হালকা কুয়াশাচ্ছন্ন ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কাটতে থাকে। দেশের কোথাও কোথাও আজ বৃষ্টিও হয়েছে।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, সাধারণত তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের ভেতর থাকলে মৃদু শৈত্যপ্রবাহ, ৬-৮ ডিগ্রির ভেতর থাকলে তাকে শৈত্যপ্রবাহ বলে। আর এই তাপমাত্রার পরিমাণ ৬ ডিগ্রির নিচে নামলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়ে থাকে।
Leave a Reply