বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বদরপুর গ্রামে বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে মা ও দুই বছরের শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।খাটে লেপের মধ্যে দুই বছরের শিশুর মরদেহ। একই ঘরে আড়ার সঙ্গে ঝুলে ছিল মায়ের লাশ।নিহতরা হলেন, সালমা বেগম (২৫) ও তার শিশু কন্যা আফরিন জান্নাত (২)। তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা সে ব্যাপারে এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply