ময়মনসিংহ প্রতিরিধিঃ
ময়মনসিংহের তারাকান্দায় ইজিবাইকের সিটের নিচ থেকে ৩৯৬ বোতল ফেনসিডিলসহ দুই কারবারিকে আটক করেছে র্যাব-১৪।
আটকৃতরা হলেন, সদর উপজেলার চর বড়বিলা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মফিদুল ইসলাম (৪০) ও নগরীর দিঘারকান্দা এলাকার মৃত হাসমত আলীর ছেলে মাহবুব (৩২)।
শনিবার (১৯ অক্টোরব) বিকালে ময়মনসিংহ র্যাব-১৪’র সদর দপ্তর খেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ময়মনসিংহ র্যাব-১৪’র সিনিয়র সহকারী পুলিশ মো. নাজমুল ইসলাম, বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, তারাকান্দার দিক থেকে ইজিবাইকে করে বিপুল পরিমান ফেন্সিডিল ময়মনসিংহ সদরের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে ময়মনসিংহ-তারাকান্দা মহাসড়কের তারাকান্দা এলাকায় সন্দেহভাজন একটি ইজিবাইক ও দুই কারবারিকে আটক করা হয়। পরে ইজিবাইক তল্লাশি করে সামনের এবং পিছনের সিটের নিচ থেকে ৩৯৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
আটককৃত মাদক কারবারিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন আছে বলেও জানান সিনিয়র সহকারী পুলিশ মো. নাজমুল ইসলাম
Leave a Reply