১০০ টাকার নোট নিতে অস্বীকৃতি জানিয়েছে কৃষি ব্যাংক ঈশ্বরগঞ্জ শাখা। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার কৃষি ব্যাংকে ১লক্ষ ৩০ হাজার টাকা জমা দিতে যায় রফিকুল ইসলাম। কিন্তু ক্যাশ কাউন্টার থেকে ১০০ টাকার নোট নিতে অস্বীকৃতি জানায়। বার বার চেষ্টার পরেও টাকা জমা দিতে ব্যর্থ হয় রফিকুল। পরে সে উপজেলার কয়েকজন রিপোর্টারকে বিষয়টি জানায়। রিপোর্টাররা ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকের ব্যবস্থাপককে অনুপস্থিত দেখতে পান। ফোনে যোগাযোগ কালে তিনি মাঠ পর্যায়ে রয়েছেন বলে জানান।
শাখা ব্যবস্থাপক এসময় ক্যাশ কাউন্টারে বলে দিলে টাকা জমা নেয়া হয়। ১০০ টাকার নোট না নেওয়ার কারন হিসেবে তিনি সোনালী ব্যাংককে দায়ী করেন। সোনালী ব্যাংকে টাকা জমা দিতে গেলে, ১০০ টাকার নোট নিতে চায়না বলে অভিযোগ করেন শাখা ব্যবস্থাপক।
অভিযোগের সত্যতা যাচাই করতে সোনালী ব্যাংক ঈশ্বরগঞ্জ শাখায় গেলে, শাখা ব্যবস্থাপক নূর মোহাম্মদ আবু রায়হান এ ব্যাপারে কথা বলতে রাজি হোননি। তিনি বলেন, কৃষি ব্যাংকের কোন অভিযোগ থাকলে সেটা লিখিতভাবে আমাকে জানাতে হবে। এ বিষয়ে রিপোর্টারদের কিছু বলতে অস্বীকৃতি জানান তিনি।
Leave a Reply