ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী থেকে নকল ব্যান্ডরোল যুক্ত জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় নকল ব্যান্ডযুক্ত বিড়ি বাজারজাত করার দায়ে ব্যবসায়ীকে জরিমানা ও কারাদন্ড দেয়া হয়েছে। কর ফাঁকি নকল ব্যান্ডরোল যুক্ত আলম বিড়ি রাখার দায়ে গোডাউন সিলগালা করে দেয়া হয়েছে। ঈশ^রগঞ্জ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট সাঈদা পারভীন সোমবার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাযায়, একটি চক্র সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোল লাগিয়ে বিড়ি বাজারজাত করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত বিশেষ অভিযান চালিয়ে আঠারবাড়ি বাজার থেকে ৬ লাখ জাল ব্রান্ডরোল সম্বলিত আলম বিড়ি জব্দ করেন। সেখানে সরকারের রাজস্ব ফাঁকি দেয়ার উদ্দেশ্যে আলম বিড়িতে নিজেদের মতো করে নকল ব্যান্ডরোর ছাপিয়ে তার যুক্ত করে সেই বিড়ি বাজারজাত করা হত। জাল ব্যান্ডরোল যুক্ত আলম বিড়ির বাজারজাত করার দায়ে দুলাল মিয়াকে ১ লাখ টাকা জারিমানা অনাদায়ে এক মাসের জেল, হাফিজুরকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫দিনের জেল ও হেলিমকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫দিনের জেল এবং একজন কর্মচারীকে ১ মাসের জেলের দন্ড দেন।
এসময় সেখানে বিড়িতে পাওয়া উপহার সামগ্রী বালতি, জগ, মেলামাইন প্লেট, ছাতা, কলম জব্দ করা হয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জাহাঙ্গীর আলমের মাধ্যমে সেগুলো এতিমখানাতে বিলিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়। জব্দকৃত নকল ব্যান্ডরোল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় সহকারী কমিশনার দন্ডনীয় কর্মকান্ড হতে সকলকে বিরত থাকতে আহব্বান জানান।
সরকারী বিধিমতে সরকার নির্ধারিত ১৮ টাকা মূল্যের কমের যেকোনও বিড়ি উৎপাদন, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ দন্ডনিয় অপরাধ। কর্মকর্তারা সকল কমদামী নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি উৎপাদন ও বিক্রয় বন্ধে ব্যবসায়ীসহ সকলের সহযোগীতা কামনা করেন। নকল ব্যান্ডরোলযুক্ত কমদামী বিড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Leave a Reply