দীর্ঘ ১১ দিন পর শুক্রবার রাত থেকে কার্যকর হয়েছে ইসরাইল ও ফিলিস্তিনের হামাসের যুদ্ধবিরতি।
রক্তক্ষয়ী এই যুদ্ধে কমপক্ষে ২৪৩ জন প্রাণ হারান। যার মধ্যে ইসরাইলের ১২ জন। বাকি সবাই ফিলিস্তিনের নাগরিক। ভয়াবহ এই সংঘর্ষে মারা যায় ৬৬ শিশুও।
বাংলাদেশের অসংখ্য সাধারণ মানুষ ও বিনোদন তারকাদের মতো জয়া আহসানও ফিলিস্তিনের ওপর ইসরাইলের বোমা হামলার তীব্র প্রতিবাদ করেন।
যুদ্ধ থামার পরও বিষয়টি নিয়ে স্বস্তিতে নেই দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
এক পোস্টে তিনি বলেন, ‘যুদ্ধ থেমেছে, ঠিক আছে। কিন্তু যারা মারা গেল, সেই মৃত্যুর কোনো সান্ত্বনা নেই।’
জয়া আহসান আরও বলেন, ‘একটা সরকারের সঙ্গে আরেকটা সরকারের সংঘাত থাকতে পারে। একটা কাঠামোর
Leave a Reply