উচ্চ আদালতের নির্দেশনার পর নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের প্রক্রিয়া শুরু করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি। এরই অংশ হিসেবে ফেসবুক ও ইউটিউবসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষকে ভিডিওটি অপসারণ করতে মেইল করা হয়েছে। গতকাল বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক বলেন, আদালতের নির্দেশনা হাতে না পেলেও গণমাধ্যমের প্রকাশিত সংবাদ দেখামাত্র এ নির্দেশনা বাস্তবায়ন শুরু হয়েছে। বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণ করতে সোমবার বিটিআরসিকে নির্দেশ দেয় হাইকোর্ট। বিটিআরসি চেয়ারম্যান বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। খুব দ্রুত এ লিংক বন্ধ করা সম্ভব হবে না। সমস্যা হচ্ছে, অনেক সময় ইউটিউব, ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমগুলো আমাদের অনুরোধগুলো রাখে, আবার রাখেও না। আমরা ?যতটুকু পারি তা অপসারণ করার চেষ্টা করছি।বিটিআরসি প্রধান বলেন, সোশ্যাল মিডিয়ায় এভাবে যেন ভিডিও ও কনটেন্টগুলো ছড়াতে না পারে এজন্য একটি টুল ব্যবহার করা হবে, এজন্য আইন করা হবে। তিনি বলেন, ইউটিউব, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া আমাদের নিয়ন্ত্রণে নেই। এখন সমস্যা হচ্ছে, ইউটিউবকে বন্ধ করার জন্য অনুরোধ করলে কখনো কখনো বন্ধ করে কখনো করে না।
কারণ আইনত তারা বাধ্য না। একটি আইন করার জন্য এগিয়ে যাচ্ছি সোশ্যাল মিডিয়া যদি কোনো অ্যান্টি এস্টেট অ্যাক্টিভিটি দেখায় তাহলে কেউ প্রতারণার শিকার হয় তাহলে বিটিআরসি তাকে জরিমানা করতে পারে। বিটিআরসি’র জরিমানা মানেই কিন্তু ২০০ বা ৩০০ কোটি টাকা, জরিমানার ভয়ে হয়তো এসব প্রচারণা বন্ধ হয়ে যাবে। এ ধরনের আইন সিঙ্গাপুর করেছে জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, আমাদের দেশে এ আইন করতে সময় লাগবে। তবে আশা করছি, এ আইন পাস হলে এসব প্রচারণা বন্ধ করা সম্ভব হবে।
Leave a Reply