জামালপুরে স্ত্রীর সঙ্গে কথাকাটাকাটির জেরে পাঁচ মাসের শিশুপুত্র আসিককে হত্যার দায়ে পিতা মোস্তফার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এই রায় ঘোষণা করেন।
আদালত সূত্র জানায়, ১৪ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্যেরভিত্তিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জুলফিকার আলী খাঁন আসামি মোস্তফাকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। মোস্তফা পলাতক রয়েছে।
মামলায় আসমিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নাজমুল হক ও অ্যাডভোকেট কামাল হোসেন।
Leave a Reply