বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফসলের মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন কৃষক আব্দুল কাদির। পাশাপাশি ফসলের মাঠে ফুটিয়ে তুলেছেন স্মৃতিসৌধ, নৌকা, শাপলা ও মুজিববর্ষ।
ঈশ্বরগঞ্জের পাড়া খালবলা গ্রামের তারা মিয়ার ছেলে আব্দুল কাদির। কৃষিকাজ করেই সে জীবিকা নির্বাহ করে। আদর্শ কৃষক হিসাবে এলাকায় তার সুনামও আছে। স্ত্রীর প্রতি ভালবাসা প্রকাশ করতে গত বছর ফসলের মাঠে ভালবাসার জমিন নামে বিশেষ শৈল্পিককর্ম ফুটিয়ে তোলে আলোচনায় আসেন কৃষক আব্দুল কাদির। এবার মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু ও দেশের প্রতি ভালবাসার তাড়না থেকেই ব্যতিক্রম কিছু করার ভাবনা থেকেই ফসলের মাঠে এই বঙ্গবন্ধুর শৈল্পিক প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন বলে ফাস্টবিডিনিউজকে জানিয়েছেন আব্দুল কাদির।চলতি বছরের সরিষা মৌসুমে বাড়ির পাশে ৩৩ শতক জমিতে সরিষা ও লাল শাকের বীজ রোপণ করেন। এরপর ১লা ডিসেম্বর থেকে পাড়া খালবলা বন্ধু মহল ক্লাবের সদস্যদের নিয়ে পরিকল্পনা অনুযায়ী জমিতে বিশেষ প্রক্রিয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি, স্মৃতিসৌধ, নৌকা, শাপলা ও মুজিববর্ষ আঁকেন। ফসলের চারা বড় হওয়ার সাথে সাথে প্রতিকৃতি দৃশ্যমান হতে থাকে।
এদিকে ফসলের মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটিয়ে তোলার খবর পেয়ে দর্শনার্থীরা ভিড় করতে শুরু করেছে আব্দুল কাদিরের ফসলের মাঠে। চলছে ছবি ও সেলফি তোলার প্রতিযোগিতা।পাড়া খালবলা বন্ধু মহল ক্লাবের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম বলেন মুজিববর্ষ উপলক্ষে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর চেতনা ছড়িয়ে দিতে বঙ্গবন্ধুর এই শৈল্পিক প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে। বিজয়ের মাসে ব্যতিক্রম এই কাজের সাথে যুক্ত হতে পেরে আমরা গর্বিত।
উপজেলা কৃষি অফিসার সাধন কুমার গুহ মজুমদার বলেন প্রদর্শনীর জন্য কৃষি অফিস থেকে সরবরাহ করা বারী সরিষা ১৪ জাতের বীজ চাষ করে ফসলের মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন কৃষক আব্দুল কাদির। এই শৈল্পিক প্রতিকৃতিটি বঙ্গবন্ধুর প্রতি আব্দুল কাদিরের ভালবাসার অনন্য নিদর্শন। আমরা আগামী কৃষি বঙ্গবন্ধু পদকের জন্য আব্দুল কাদিরের নাম মনোনীত করে সংশ্লিষ্ট বিভাগে পাঠাব।
Leave a Reply