নেতা আছে কিন্তু নেতার অনুসারী নেই। নেতা তার মনুষ্যত্ব, লজ্জা শরম এবং বিশ্বস্থতা হারিয়েছে ।বিগত নির্বাচন গুলোতে তেমনটি দেখা দিয়েছে ।
বেশির ভাগ নেতা এবং কিছু সংখ্যক কর্মী মাঠে ছিল ।
লাক্সারী পরিবেশে বসে যে সব নেতারা অর্ডার করছে কি করতে হবে, তাদের কথা কেউ শুনছেনা ।এলাকার রাজনীতিতে শুধু ধান্দাবাজি,যার কারনে নেতার কোন অনুসারী নেই,আছে শুধু চামচারা।
জনগণ তো এখন আর আগের মত বোকা নেই,যখন যার যা খুশি বলবে আর তারা ঝাপিয়ে পড়বে। একটা গানের কলি মনে পরে গেল ‘দয়াল বাবা কলা খাইবা গাছ লাগাইয়া খাও……….’।
কই;দেশের প্রতি যদি সত্যিই এত দরদ তা হলে আগের সেই শহীদ ভাইদের মত ঝাপিয়ে পড়ছিনা কেন? কারণ আমরা জনগণ বারবার শুধু জর্জরিত ,শোষিত,নিপীড়িত এবং নির্যাতিত । আমাদের ভালবাসা ঘৃণায় পরিনত হয়েছে।হতাশায় নিমজ্জিত সমস্ত শরীর।
মন বলে শোষণ,শাষন আর নিপীড়নের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠে সোচ্চার হই আর ঝাপিয়ে পড়ি ,কিন্তু না,তা করব না, কারণ আমরা শান্তি প্রিয়,শান্ত জনগণ।আমরা এখন ভীতু হয়ে গেছি,প্রতিবাদ করতে ভুলে গেছি আর অপমান সইতে শিখে গেছি! নীতিহীন এবং পথভ্রষ্ট কিছু নেতার নেতৃত্বের কারণে আমরা এখন নিজের দেশে পরাধীন ।আমাদের নেতা আছে, তবে নেই নেতৃত্ব।
সম্পাদক
ফাস্টবিডিনিউজ
Leave a Reply