স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করতে তার বাসায় যাচ্ছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) যুগ্ম মহাসচিব মুফতি নুরুল আমিনের নেতৃত্বে আলেমদের একটি প্রতিনিধি দল।
শনিবার রাতে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।
শনিবার বিকেলে রাজধানীর আল হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক শেষে মুফতি নুরুল আমিন ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হেফাজত নেতা মিজানুর রহমান চৌধুরীর চিঠির বিষয়ে জানাতে এশার নামাজের পর আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করব।”
মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী মনে করেন, তার সুপারিশ বাস্তবায়ন হলে কওমি মাদ্রাসাগুলো আরও বেশি অবদান রাখতে পারবে এবং জঙ্গিবাদ, চরমপন্থা, মাদক নির্মূল ও সামাজিক অবক্ষয় রোধে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
তবে, বেফাকের যুগ্ম মহাসচিব মুফতি নুরুল আমিন বলেছেন, “তিনি (মিজানুর রহমান চৌধুরী) আল হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য না হয়েও এমন একটি চিঠি দেওয়ার অধিকার রাখেন না।”
তিনি বলেন, এ বিষয়ে আমরা আমাদের দলের সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের পক্ষ থেকে একটি চিঠি হস্তান্তর করব।
বুধবার নির্ধারিত বৈঠকে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আজ রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের ফলাফলের ওপর নির্ভর করবে।
Leave a Reply