শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় আগে উপজেলার লেংগুরা ইউনিয়নে জিগাতলা গ্রামের পূর্ব জিগাতলা জামে মসজিদের স্থাপনকৃত টিউবওয়েলে আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব জিগাতলা মসজিদের টিউবওয়েল দিনের বেলায় বরিং করে সন্ধ্যার আগে ৭০ ফুট গভীরতায় পানির লেয়ার পাওয়া যায়। বরিংয়ে পাইপ স্থাপন পর টিউবওয়েল স্থাপন শেষ সম্পন্ন হয়। পানি উত্তোলনের জন্য টিউওয়ের চাপ না দিতেই পানি বের হতে থাকে। এ সময় স্থানীয় ইউপি সদস্য মো. আকবর কবীর স্থাপনকারীদের বলে গ্যাসের চাপের কারণে এটি হচ্ছে। তার নির্দেশে কল স্থাপনকারী মেকানিকরা কাজ বন্ধ করে টিউবওয়েল হাতল বেঁধে রেখে চলে আসে।
এরপর সন্ধ্যার দিকে কে বা কাহারা কোন কিছুর সাহায্যে আগুন দেয়। সাথে সাথে আগুনের শিখা প্রায় ৩০-৩৫ ফুট উচ্চতায় জ্বলতে থাকে। স্থানীয়রা দ্রুত আশপাশে গাছের ডাল পালা কেটে পানি ও বালুর বস্তা দিয়ে চাপা দিলেও পরে আগুন ১০-১২ ফুট উচ্চতায় জ্বলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ঘটনা স্থলে পৌছার আগেই কয়েক ঘন্টা একই উচ্চতায় জ্বলতে থাকে স্থানীয় সুত্রে জানা যায়।
কলমাকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আ. কাদির বলেন, খবর পেয়ে দুর্গম এলাকায় আসতে বেগ পেতে হয়েছে। পথের মধ্যে খালে সাঁকুর থাকায় ফায়ার সার্ভিসের গাড়ী রাস্তায় রেখে ঘটনাস্থলে কয়েক কি.মি. হেঁটে আসতে হয়েছে। পরে তিন ঘন্টার প্রচেষ্টায় জীবনের ঝুঁকি নিয়ে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি।
টিউবওয়েলে গোড়া দিয়ে গ্যাসের চাপে এখনও অনবরত পানি বের হচ্ছে। এ অবস্থা দেখে আমাদেরকে রাতে এখানেই থাকতে হবে। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার এদের কারো সহায়তা পাচ্ছেন না বলে জানান ফায়ার সার্ভিসের এই লিডার।
Leave a Reply