কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়ায় আলমগীর খান (৩৫) নামে এক মোটরসাইকেল চালককে পিটিয়ে দুই হাত দুই পা থেঁতলে দিয়েছে চাচাত ভাইরা। তাকে আশঙ্কাজনকভাবে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। শনিবার বিকেল চারটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ফতেপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহতর স্বজনরা জানান, আলমগীর মোটরসাইকেল যোগে বাড়ি আসার পথে তার চাচাতো ভাই মামুনুর ও রহমান লোহার শাবল দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তার ডাক চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে জমি জমিজমা নিয়ে ইউনিয়ন পরিষদে একটি অভিযোগের সাক্ষী ছিলেন আলমগীর। তাই তাকে উপর হামলা চালানো হয়েছে বলে তারা স্বজনরা জানান।কলাপাড়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, খবরটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
Leave a Reply