কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় মানষিক বিপর্যস্ত হয়ে হারুন হওলাদার (৬০) নামের এক বৃদ্ধ বিষপানে আত্মহত্যা করেছে। বুধবার সকালে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মনাসাতলী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হারুন ওই ইউনিয়নের মনষাতলী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশে বিলে গিয়ে বিষপান করেন। স্থানীয়রা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় কলাপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
Leave a Reply