কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় বিস্ফোরন হয়ে একটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে হয়েছে। এসময় আগুন নেভাতে গিয়ে বকফুল বেগম (৬৫) নামের এক নারী কিছুটা দগ্ধ হয়েছে। বৃস্পতিবার রাত আটটার দিকে উপজেলার মহিপুর ইউনিয়নের ইউসুপুর গ্রামের মনির মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে মনিরের স্ত্রী গ্যাসের চুলায় পানি গরম করতে যায়। এসময় অসাবধানতাবসত চুলা থেকে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। মুহুর্তে মধ্যে আগুনের লেলীহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পরে। দুর্গম এলাকা হওয়ায় ফায়ার সার্ভিস পৌছার আগেই পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিভাতে গিয়ে আহত বকফুল বেগমকে স্থানীয়রা উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করেছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাদ মোহাম্মদ শহিদুল হক সাংবাদিকদের জানান, মনিরের ক্ষতি কাটিয়ে উঠতে তার পরিবারকে সহযোগিতা করা হবে।
Leave a Reply