কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০৫ জুন।। পটুয়াখালীর কলাপাড়ায় শান্তিপূর্নভাবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ব্যালটের মাধ্যমে বুধবার সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এ ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। ২ লাখ ৫ হাজার ৪২৫ ভোটের বিপরিতে এ ভোট কেন্দ্র ছিলো ৭৪ টি। চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্ন অফিসার মো.মস্তফা কামাল জানিয়েছেন, অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ১২টি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় ১৫ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ১ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিপুল সংখ্যক আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন। উৎসবমুখর পরিবেশে অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে এই কর্মকর্তা জানিছেন।
Leave a Reply