কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়খালীর কলাপাড়ায় ২৪ টি ড্রাম ভর্তি ২ লাখ ৪০ হাজার বাগদা রেনু জব্দ করেছে কোস্ট গার্ড সদস্যরা। উপজেলার নিজামপুর কোস্ট গার্ড স্টেশনের টহলরত সদস্যরা শনিবার সকাল ৬ টায় কলাপাড়া চাকামইয়া ব্রিজ সংলগø এলাকা থেকে ট্রাকসহ এসব বাগদা রেনু জব্দ করেন। পরে সকাল ৯ টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতে জব্দকৃত বাগদা রেনু হাজীপুরে সোনাতালা নদীতে অবমুক্ত করা হয়। এছাড়া ট্রাক ড্রাইভারের মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে বলে নিজামপুর কোস্ট গার্ডের স্টেশন সূত্রে জানা গেছে।
এদিকে কলাপাড়ার আলীপুর, মহিপুর, ধুলাসার ও কুয়াকাটা এলাকার একটি চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানের মাছের ঘরে অবৈধভাবে ধরা রেনু রাতের আঁধারে পাচার করে আসছে বলে আভিযোগ রয়েছে।
Leave a Reply