1. iamparves@gmail.com : admin :
  2. hdtariful@gmail.com : Tariful Romun : Tariful Romun
  3. shohagkhan2806@gmail.com : Najmul Hasan : Najmul Hasan
  4. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  5. ranaria666666@gmail.com : Sohel Rana : Sohel Rana
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫১ পূর্বাহ্ন

কেমন আছে নায়ক জসিমের পরিবার?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
ফাস্টবিডিনিউজ পড়তে ক্লিক করুন WWW.FIRSTBDNEWS.COM

জহিরুল হকের ‘রংবাজ’ ছবির মধ্য দিয়ে ১৯৭৩ সালে প্রথম অ্যাকশন দৃশ্যর প্রচলন শুরু হয়। সেখানে ভিলেন চরিত্রে অভিনয় করে সবার দৃষ্টি কেড়েছিলেন নয়ক জসিম। এই খলনায়ক একটা সময় নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং তুমুল জনপ্রিয়তা পান। নায়িকা শাবানা ও রোজিনার সঙ্গে সবচেয়ে বেশি সুপারহিট সিনেমা তিনি উপহার দিয়েছেন।

চলচ্চিত্রের এক সময়ের প্রভাবশালী অভিনেতা জসিম মারা যান ১৯৯৮ সালের ৮ অক্টোবর। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করেন এ জনপ্রিয় নায়ক। নায়কের জন্ম-মৃত্যু দিন উপলক্ষে কোনা অনুষ্ঠান-উৎসব হলে অল্প কিছু সময়েল জন্য দেখা মিলেছে জসিম পরিবারের সদস্যদের। তবে সবসময়ই তারা নিজেদের আড়াল করেই রেখেছেন। ঢাকাই সিনেমার এক সময়েল সুপারস্টার জসিমের স্ত্রী-সন্তান কেমন আছেন, তা অনেকটা অজানা। কিন্তু জানতে চান নায়কের ভক্তরা, সিনেমাপ্রেমীরা।

জসিম প্রথম ভালোবেসে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা সুচরিতাকে। সেই সংসার বেশিদিন টেকেনি। এরপর জসিম বিয়ের মালা বদল করেন নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে চিত্রনায়িকা নাসরিনের সঙ্গে। সেই সংসারে রাতুল, সামী ও রাহুল নামে তিন ছেলে রয়েছে জসিমের।

জসিমের তিন পুত্র রাতুল, সামী ও রাহুলকে আগলে ধরে আছে স্ত্রী নাসরিন। বাবার মৃত্যুর সময় ছোট ছেলে রাহুলের বয়স ছিল ছয় বছর। তিনি আজ ২৮ বছরের পরিণত যুবক। সংগীতে ক্যারিয়ার গড়ার চেষ্টা করে যাচ্ছেন। সেই ১৯৯৯ সালে সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারানোর পর তিন ছেলেকে আগলে রেখেছেন জসিমের স্ত্রী নাসরিন জসিম। স্বামী হারানোর শোক বুকে চেপে সন্তানদের নিয়ে পাড়ি দিয়েছেন দীর্ঘ ২২টি বছর।

মিডিয়াতে কথা বলতে চান না নাসরিন। তার এক ঘনিষ্ট অভিনেত্রী জানান, সব রকম আলোচনা ও শোবিজ এড়িয়ে চলেন নাসরিন। তার ছেলেরাও খুব একটা মিডিয়া ঘেঁষা নয়। 

তবে নাসরিনের সঙ্গে সিনেমার পুরনো মানুষদের যোগাযোগ।বেশ ভালোই আছেন সবাই। সন্তানদের মানুষ করছেন নাসরিন নিজের মতো করে।

জানা গেছে, সিনেমায় নয়, জসিমের তিন ছেলের আগ্রহ গান বাজনায়। তাদের মধ্যে বড় ছেলে সামি ও মেজ ছেলে রাতুল দুই ভাই মিলে ব্যান্ডদল গঠন করেছেন। মিউজিশিয়ান হওয়ার স্বপ্ন দেখা সামি তার ভাইসহ পাঁচ সদস্য নিয়ে ২০০৭ সালে ব্যান্ডদল ‘ওন্ড’ তৈরি করেন। পরে ২০১১ সালে নতুনভাবে ৪ সদস্য নিয়ে যাত্রা শুরু করে দলটি।

তাদের ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘ওয়ান’ প্রকাশ হয়েছিল ২০১৪ সালে। দ্বিতীয় অ্যালবাম ‘টু’ প্রকাশ হয়েছিল ২০১৭ সালের আগস্ট মাসে। এই ব্যান্ডে সামি ড্রামার হিসেবে আছেন। আর রাতুল বেজ গিটার বাজানোর পাশাপাশি কণ্ঠও দেন। দল নেতা হিসেবে সামি দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০০
  • ১২:২৯
  • ৪:৫৩
  • ৬:৪১
  • ৭:৫৫
  • ৬:১২