1. iamparves@gmail.com : admin :
 2. najmulhasan7741@gmail.com : Najmul Hasan : Najmul Hasan
 3. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
শনিবার, ২৫ মে ২০২৪, ০৯:০৯ অপরাহ্ন

নতুন বছরকে স্বাগত জানালো হোয়াইট ডাভ

আজিজুল ইসলাম, জাককানইবি প্রতিনিধি
 • প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারী, ২০২১

৩১ই ডিসেম্বর,২০২০ তারিখে সন্ধ্যা ৭টায় ফেইসবুক লাইভের মাধ্যমে অনুষ্ঠিত হয় হোয়াইট ডাভ প্রজেক্টের “Contributions of Youth Leaders in Peace Building” নামক সেশন।সমসাময়িক সময়ের জন্য উপযোগী এই সেশনে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সামিরা আক্তার সিয়াম
(মিনিস্ট্রি অব অপারেশন
আঁচল ফাউন্ডেশন) এবং মোঃ ইউসুফ (সভাপতি,প্রথম আলো বন্ধুসভা,জাককানইবি),
হোয়াইট ডাভের মেন্টর সাদিক হাসান শুভ সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সেশনে মডারেটর হিসেবে জেসমিন খাতুন (টিম লিডার,হোয়াইট ডাভ) এবং সানজিদা আক্তার ( ভলান্টিয়ার,হোয়াইট ডাভ) দায়িত্ব পালন করেন।

আলোচনার শুরুতে জনাব সাদিক হাসান শুভ হোয়াইট ডাভ প্রজেক্ট সম্পর্কে সংক্ষিপ্তভাবে নানাদিক তুলে ধরেন।

সেশনে করোনাকালীন সময়ে সমাজে শান্তি প্রতিষ্ঠায় এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সংগঠন গুলোর কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।সেইসাথে নতুন বছরে তরুণরা কিভাবে নিজেদের মান উন্নয়নে,দেশের জন্য কাজ করতে পারবে তা নিয়ে অতিথিরা পরামর্শ দেন।করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিভিন্ন দিক,অর্থনৈতিক স্বচ্ছলতা আনয়নে উদ্যোক্তা হওয়ার গুরুত্বও তুলে ধরেন তারা।
সেইসাথে নতুন বছরকে ঘিরে তাদের আশাবাদ ব্যক্ত করেন এবং হোয়াইট ডাভের প্রতি শুভ কামনা জানান।

পরিশেষে হোয়াইট ডাভের টিম কো-অর্ডিনেটর জেসমিন খাতুন অতিথিবৃন্দ এবং সকলের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে উক্ত সেশন সম্পর্কে নিজের অভিমত ব্যক্ত করেন।সেইসাথে সকলের সম্মিলিত প্রয়াসে প্রজেক্টটি এগিয়ে যাবে বহুদূর এই আশাবাদ ব্যক্ত করেন।

হোয়াইট ডাভ নামক ৫ মাস মেয়াদী এই প্রজেক্টটি সমাজে শান্তি-সম্প্রীতি আনয়নে এবং ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের আর্থিক সমৃদ্ধিতে কাজ করবে।
উল্লেখ্য,উক্ত প্রকল্পটি ইউএন উইম্যান,সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (ব্র্যাক বিশ্ববিদ্যালয়) এবং উইম্যান পিস ক্যাফের (জাককাইনবি) সার্বিক সহায়তায় কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচী

 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৪:২০
 • ১২:২৯
 • ৫:০৪
 • ৭:১২
 • ৮:৩৬
 • ৫:৪২