চোখ কপালে উঠছে তাকে দেখে। যোগসিদ্ধ তিনি। কঠিন কসরত তাঁর হাতের মুঠোয়, ফিটনেসে তিনি টেক্কা দিতে পারবেন বহু রাঘববোয়ালকেও। একদিকে ফিটনেস আর অন্যদিকে দুর্নিবার শরীরী আকর্ষণ এই দুইয়ের জেরেই নেটদুনিয়ায় প্রবল চর্চায় যোগ ট্রেনার নাতাশা নোয়েল।
নাতাশা মাঝেমধ্যেই নিজের শরীরচর্চার ছবি ইন্সটায় দেন। সেই সব ছবিতে স্পষ্ট ধরা পড়ে তাঁর শরীরে নানা বিভঙ্গ-ভাঁজ।
খোলামেলা পোষাকে তো বটেই এমনকি ঊর্ধাঙ্গ উন্মুক্ত করেও ছবি তুলতে দেখা যায় তাঁকে।
নাতাশার ফলোয়ারের সংখ্যা ২ লক্ষ ৭৫ হাজারেরও বেশি। নাতাশা বলেন, জীবনের একটা বড় সময় অবসাদ আর নিরাপত্তাহীনতায় কেটে গিয়েছে। এখন তিনি শান্তি ফিরে পেয়েছেন যোগের মাধ্যমেই।
নাতাশার প্রিয় আসল পবনমুক্তাসন। আসনের ঠিক ভুল, কতক্ষণ কী ভাবে করা উচিত সমস্ত টিপসই তিনি শেয়ার করেন তাঁর ইন্সটাগ্রামে। ভাইরাল হয় সেসব আগুনঝরা ভিডিও। ২০১৯ সালে বিবিসি তাঁকে ১০০ জন প্রভাবশালী মহিলার তালিকায় রেখেছে।
Leave a Reply