ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মহিশ্বরন গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ ফারুক মিয়া (৩০) ও তার সহযোগী রনজু ফকির (৪৫) কে গ্রেপ্তার করেছে নেত্রকোণা জেলার ডিবি পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়ার জনতা বাজার এলাকা থেকে তাদেরকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ফারুক মিয়া মহিশ্বরণ গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে। তার সহযোগী রনজু ফকিরের বাড়ি গৌরীপুর উপজেলার রামজীবনপুর গ্রামে।
স্থানীয় কয়েকজন জানান, ফারুক মিয়া মাদক সেবনের পাশাপাশি এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল।
Leave a Reply