ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বুধবার (২৪ মার্চ) সামাজিক ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনামূলক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা অধিদপ্তরের হল রুমে এ প্রশিক্ষণে যুব উন্নয়ন অধিদপ্তরের স্থানীয় প্রশিক্ষণার্থী, ঋণ গ্রহিতা, সফল উদ্যোক্তা, আত্মকর্মী, সংগঠক, যুবক ও যুব নারীগণ অংশগ্রহন করেন।
উপজেলা উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা জি এম সেলিম রেজার সঞ্চালনায় এ উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সরকার, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, সাংবাদিক আনোয়ার হোসেন শাহীন, সফল সংগঠক সাংবাদিক ওবায়দুর রহমান, সফল আত্মকর্মী ইয়াসমিন আক্তার, বদরুজ্জামান রামিন প্রমুখ।
Leave a Reply