ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের রামগোপালপুর বাজার বাস্ট্যান্ড হইতে ধুরুয়া বাজার রাস্তায় ধুরুয়া আগপাড়া নিজাম উদ্দিন মড়লের বাড়ী সংলগ্ন গুইলাকালী খালের উপর নির্মিত সেতুটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে । স্থানীয় সুত্রে জানা যায় প্রায় ২০-২৫ বছর যাবৎ ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে কিন্তু নতুন সেতু নির্মানের উদ্দ্যোগ নেয়নি কেউ। সরেজমিনে গিয়ে জানা যায় উপজেলা জেলা শহরের একমাত্র রাস্তা এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুকি নিয়ে হাজার হাজার জনসাধারণ ও স্কুল কলেজ, মাদ্রাসা শিক্ষার্থীরা জীবনের ঝুকি নিয়ে পারাপার হচ্ছে। এমনকি এই রাস্তা দিয়ে পাচাশী, বিশ্বনাথপুর, বৈরাটি কান্দুলিয়া, তেরশিরা, পলাশকান্ধা, রোকন্ধীপুর, বামনপুর গিদ্ধরপুর ছাড়াও পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের পথচারীরা এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে। সরেজমিনে গিয়ে দেখা যায়,ইটের তৈরি সেতুটির দুই পাশের সাইড ওয়াল ভেঙ্গে গেছে, এমনকি নিচের অংশে ফাঠল ধরেছে সেতুটির দূই পাস ভেঙে যাওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে পারাপারে চরম দূর্ভোগ পোহাতে হচ্চে পথচারীদের আর এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল ছাড়াও পার হতো ভারী যানবাহন কিন্তু বর্তমানে যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা জানান গত কয়েক বছর ধরে এই অবস্থার সৃষ্টি হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। ফলে যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য একেএম রেজাউল করিম সোহাগ বলেন গত অর্থ বছরে তৎকালীন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেনের কাছে তালিকা দেওয়া হলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি। এবিষয়ে রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি’র সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি জানান গত অর্থ বছরে এই ব্রীজের প্রস্তাব পাঠিয়েছিল পিআইও অফিস কিন্তু বাস্তবায়ন হয়নি কেন তাদেরকে বলেন। এ বিষয়ে গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পুর কাছে মন্তব্য জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
Leave a Reply