গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নে পরিবার কল্যাণ কেন্দ্রের সীমানা প্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ঠিকাদার ও স্বাস্থ্য প্রকৌশল দাবী করছেন বরাদ্দ কম দেয়া হয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) দুপুরে সরজমিনে দেখা যায়, ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত পরিবার কল্যাণ কেন্দ্রের সীমানা প্রাচীরের বেইজ নির্মাণের কাজ চলছে। এতে রড ১৬ মিলির পরিবর্তে ৮/১০ মিলি, রিং বাঁধাইয়ে দূরত্ব ৬ ইঞ্চির স্থলে দেয়া হচ্ছে ৯ থেকে ১২ ইঞ্চি। নিম্নমানের সুরকি ও ব্যবহৃত পুরনো ইট দিয়ে চলছে ঢালাইয়ের কাজ।
রাজমিস্ত্রী হাবিব মিয়া বলেন- কাজের সুবিধার্থে একটু এদিক সেদিক করে কাজ করতে হচ্ছে, হিসাব ঠিকই আছে।
ঠিকাদারী প্রতিষ্ঠান আকরাম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আকরাম হোসেন বলেন- ৫১০ ফুট কাজে বরাদ্দ মাত্র ১২ লাখ ৩৪ হাজার টাকা। অল্প টাকার কাজ তাই আমি দেখতেও যাইনি, রাজমিস্ত্রী নিয়মানুযায়ী কাজ করার কথা।
ময়মনসিংহ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী দেবাশীষ চন্দ্র দাস জানান- ভাংনামারী পরিবার কল্যাণ কেন্দ্রের সীমানা প্রাচীর নির্মাণের জন্য প্রায় ১৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
ঠিকাদারের মতো তিনিও বললেন, এ বাজেট দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করা যায় না। তবুও কোন রকমে কাজটা শেষ করতে চাচ্ছি।
গৌরীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন বলেন- কাজে অনিয়ম হলে তদন্ত পূর্বক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে তাদের বিল আটকে দেয়া হবে।
Leave a Reply