ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলামের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে গৌরীপুর পৌরসভায় মঙ্গলবার (২০ অক্টোবর) দিনব্যাপি কর্মবিরতি কর্মসূচী পালন করা হয়েছে। গৌরীপুর পৌর পরিষদের জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।
গৌরীপুর পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ মঞ্জুরুল হক সাংবাদিকদের জানান, দু’বারের নির্বাচিত জনপ্রিয় পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এ বর্বরোচিত হামলা চালানো হয়েছে।
উল্লেখ্য উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যাকান্ডের পরদিন রবিবার দুপুরে শুভ্রের অনুসারীরা পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের বাসভবন, স’মিল ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর এবং অগ্নিসংযোগ করে। অগুনে পুড়িয়ে দেয়া হয় মেয়রের ব্যক্তিগত পাজারো গাড়ি। এতে মেয়রের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।
Leave a Reply