করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা বাড়াতে ময়মনসিংহের গৌরীপুরে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা এবং সন্তানদের উদ্যোগে বিনামুল্যে মাস্ক বিতরণ ও প্রচারাভিযান করা হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বীর মুক্তিযোদ্ধার সন্তান হাসান মারুফ।উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম ও সাবেক ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে এতে অংশগ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, গিয়াস উদ্দিন, ইকবাল হাসান, নুরুল আমিন, আব্দুল কদ্দুছ, প্রদীপ বিশ্বাস, শহীদ মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মঞ্জুর ভাই সাংবাদিক ম. নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পৌর শাখার সভাপতি সাংবাদিক মশিউর রহমান কাউসার, সাংবাদিক কমল সরকার, রইছ উদ্দিন, ফারুক আহম্মদ, শেখ মোঃ বিপ্লব, আরিফ আহম্মদ, বীর মুক্তিযোদ্ধার সন্তান রাজিবুল হক, রুবেল মিয়া প্রমুখ।
Leave a Reply