ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের ভালুকাপুর গ্রামে স্ত্রী সন্তানদের সামনে হাতে ঝুলিয়ে আব্দুল মোতালেব (৬০) কে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি মৃত আব্দুর রহমানের পুত্র। এ ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৯ অক্টোবর/২০২০) সকাল সাড়ে ১০টায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবেশী কয়েকজনের সঙ্গে রাস্তার জমি নিয়ে বিরোধ চলছিলো। ওরা সকালে ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ আব্দুল মোতালেবকে ঝুলিয়ে গলা টিকে প্রকাশ্যে হত্যা করে। নিহতের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন। তিনি জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ৩জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply