ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শৌলগাই গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল হামিদ তালুকদারের (৮০) দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। শৌলগাই হরহুজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার (১৬ নভেম্বর) দুপুর দ্ইুটায় জানাযার নামাজ শেষে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অর্নার দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের নেতৃত্বে মরহুম বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শন করেন গৌরীপুর থানার পুলিশ।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল হামিদ তালুকদার রবিবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজে অংশগ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম ও সাবেক ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, গিয়াস উদ্দিন, আবুল কালাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস আলম, ময়মনসিংহ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ওরফে ভিপি বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হাসান আজাদ লিটন, মইলাকান্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সাধারণ সম্পাদক একেএম রাকিবুল হক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক স্বাধীনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের লোকজন।
Leave a Reply