ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কর্মসূচীর মধ্যে ছিল সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ বিজয়-৭১ এ শ্রদ্ধা নিবেদন, সন্ধ্যায় মোমবাতি প্রজ্জলন ও বিকেলে পাবলিক হলে আলোচনা সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের নেতৃত্বে এতে অংশগ্রহন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধার সন্তান আওয়ামীলীগ নেতা সাদেকুর রহমান সেলিম, পৌর কাউন্সিলর মোঃ আব্দুল কাদির, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা যুব উন্নয়ন অফিসার নন্দন কুমার দেবনাথ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, সাংবাদিক আরিফ আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পৌর শাখার সাধারণ সম্পাদক উজ্জল চন্দ্র প্রমুখ।
এছাড়া যুগান্তর স্বজন সমাবেশ. গৌরীপুর লেখক সংঘ, ছাত্র ইউনিয়ন ও আলোর ছন্দ খেলা ঘরের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
Leave a Reply