ময়মনসিংহের গৌরীপুরে রবিবার (৬ ডিসেম্বর) বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সংবাদপত্র এজেন্ট শেখ আব্দুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে এদিন বাদ যোহর গৌরীপুর মুক্তিযোদ্ধা কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক খান, গৌরীপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুল হালিম, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ম. নুরুল ইসলাম, বেগ ফারুক আহাম্মদ, কমল সরকার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সহ সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, সাংবাদিক শাহজাহান কবির হীরা, ওবায়দুর রহমান, শাহজাহান কবির, পৌর আওয়ামীলীগ নেতা আব্দুস সাত্তার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম রাকিবুল হক রাকিব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, বোকাইনগর ইউনিয়ন শাখার সভাপতি বিল্লাল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা ফারুক মিয়া, ছাত্রলীগ নেতা রাজন, মাহমুদুল হাসান রকি, মরহুমের ছেলে গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার প্রমুখ।
Leave a Reply