‘ঐতিহাসিক ৭ মার্চ’ জাতীয় দিবস ও উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তি উপলক্ষ্যে গৌরীপুর থানার পুলিশের উদ্যোগে রবিবার বিকেলে থানা চত্বরে কেক কাটা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিমের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) মনিরুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ ফজলে রাব্বি, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সাবেক পৌর মেয়র মোঃ শফিকুল ইসলাম হবি, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ প্রমুখ।
Leave a Reply