ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবে নয় সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১৯ ডিসেম্বর) রাতে প্রেসক্লাব সভাকক্ষে আয়োজিত সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এক বছর মেয়াদী এই কমিটি গঠন করা হয়।
কমিটিতে আহ্বায়ক পদে এইচ এম খায়রুল বাসার ও সদস্য সচিব পদে মশিউর রহমান কাউসারের নাম ঘোষণা করা হয়। এছাড়াও কমিটিতে সদস্য পদে সাত জন সদস্য রাখা হয়েছে।
গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু নতুন কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন নতুন কমিটি ২০২১ সালের ১ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করবে।
Leave a Reply