করোনায় ২য় ঢেউ মোকাবেলায় ময়মনসিংহের গৌরীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর উদ্যোগে মসজিদের মুসল্লীদের মাঝে সচেতনতা বাড়াতে বিনামুল্যে মাস্ক বিতরণ কর্মসূচী শুরু হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) গৌরীপুর পৌর শহরে বড় মসজিদে জুম্মার নামাজের আগে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এ সময় স্বাস্থ্য বিধি মেনে সকলকে মসজিদে নামাজ পড়ার জন্য আহবান করা হয়েছে।
পর্যায়ক্রমে গৌরীপুর পৌর সভার প্রতিটি মসজিদে এ সংগঠনের উদ্যোগে এ মাস্ক বিতরণ কর্মসূচী পরিচালিত হবে।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) দেবল কর, কোষাধ্যক্ষ করপোরাল (অবঃ) কামাল হোসেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মিরাজ আলী খান, সাজেন্ট (অবঃ) আবুল কাশেম, সার্জেন্ট (অবঃ) নুরুল হক, ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ খোকন মিয়া প্রমুখ।
Leave a Reply