কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়ায় মো.সাইদুর রহমান (৪৪) নামের এক পুলিশের এসআইর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল নয়টায় তার মৃত্যু হয়। সে উপজেলর মহিপুর থানায় কর্মরত ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, এসআই সাইদুর রহমান থানায় ডিউটি অফিসারের দায়িত্ব পালন করছিলো। সে অসুস্থবোধ করলে সহকর্মীরা তাকে বাসায় নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত সাইদুর বরিশাল সদর থানার নবগ্রাম রোড এলাকার মৃত মোখছেদুর রহমানের ছেলে জানা গেছে।মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান বলেন, মহিপুর থানায় তার নামাজে শেষে তাকে পটুয়াখালী পুলিশ লাইন্সে পাঠানো হয়। সেখানে গার্ড অফ ওনার প্রদান করে লাশ তার বাড়িতে পৌছে দেয়া হয়েছে।
Leave a Reply