জামালপুর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবগঠিত কমিটিতে সাবেক ছাত্র নেতা কৃষিবিদ হাসান জাফির তুহিন কে সভাপতি ও শহিদুল ইসলাম বাবু কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নব গঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে জামালপুর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম সাত্তারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং দলীয় নেতা কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।
২০ সেপ্টেম্বর সোমবার রাতে স্থানীয় নিরালা পার্কিং সংলগ্ন জেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
এসময় জেলা বিএনপির সহসভাপতি আমজাদ হোসেন, আনিছুর রহমান বিপ্লব, কাজী মসিউর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম সাত্তার, ক্রীড়া বিষয়ক সম্পাদক আঃ বারেক, শহর বিএনপির সভাপতি মোশারফ হোসেন খান,শহর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়া, জেলা যুবদলের পল্লী উন্নয়ন সমবায় বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য আব্দুল জব্বার, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শান্ত,শহর যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, আলতাফ হোসেন মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও কৃষক দল, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এতে অংশ গ্রহণ করেন।
Leave a Reply