শার্শা যশোরঃ উৎসব মূখর পরিবেশে যশোরের ঝিকরগাছা উপজেলার ১০নং শংকরপুর ইউনিয়ন পরিষদের২০২১/২২অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা।
ইং২৭/৫/২০২১তাং বৃহস্পতিবার সকাল ১১ঘটিকার সময় শংকরপুর ইউনিয়ন পরিষদের ইউপিঃচেয়ারম্যান আলহাজ্ব মাওঃ মোঃ নিছার উদ্দিন এর অফিস কক্ষে ইউনিয়ন পরিষদের মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন গন্যমান্য ব্যাক্তি বর্গ নেতৃবৃন্দ সুধিজন সাংবাদিকদের সাথে নিয়ে ২০২১/২২অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণার শুভ উদ্বোধন করা হয়।
শংকরপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ মোঃ নিছার উদ্দিন এর সভাপতিত্তে অত্র পরিষদের সচিব এস,এম,জাহাঙ্গীর আলম সঞ্চালননায় চলমান কোভিড-১৯ মহামারির প্রেক্ষাপটে২০২১-২২অর্থবছরে বিভিন্ন বিষয়ের উপর বাজেটের ঘোষনা করেন।
এ সময় সুধিজন, সমাজেসেবক,গন্যামান্য, ব্যাক্তি বর্গ সামাজিক রাজনৈতিক সংগঠনের বক্তারা বলেন জনগণের স্বাস্থ্য সুরক্ষা,শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দিয়ে ২০২১-২২অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণাই হোক আমাদের আগামী দিনের একমাত্র লক্ষ্য।
এক্ষেত্রে, বাজেট বরাদ্দ এবং বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতকরণের মাধ্যমে দেশের ২০২১-২২অর্থবছরের বাজেটের আলোকে ১০নং শংকরপুর ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণার মধ্যে দিয়ে জানা যায় যে ঝিকরগাছা উপজেলার ১০নং শংকরপুর ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেটের মোট আয়:১,৬৯,৫৬,৪৪৮ব্যায়:১,৬৯,৪১,৭৮৮ উদ্বৃত্ত: ১৪,৬৬০
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের অন্যাতম নেতা সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান ধাবক,ইউনিয়ন আওয়ামী লীগের অন্যাতম নেতা নাজমুস সাদাত,আওয়ামী লীগের অন্যাতম ও সাবেক ছাত্র নেতা কবিরুজ্জামান(মিঠু)বাগআঁচড়া প্রেস ক্লাবের সাঃ সম্পাদক আবু সাইদ,শংকরপুর ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার মহাসন আলী,মেম্বার হাসমত আলী,মহিলা মেম্বার শামিমাা পারভিন, মহিলা মেম্বার আলেয়া খাতুন, মহিলা মেম্বার লায়লি খাতুন,সাস্হ্য পরিদর্শক শাহিনুর রহমান প্রমূখ।
Leave a Reply