মাওহা ইউনিয়নে প্রতিনিয়ত চলছে ডিজিটাল চুরি।গত ২৬ জানুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাতে সিংচাপুর,মাওহা, গৌরীপুর হতে পিকআপে করে ৪ টি গরু চুরি হয়ে যাওয়ার পর সাথে সাথে ৯৯৯ নম্বরে কল করে প্রশাসন কে জানানো হয়েছে। যার কোন রেজাল্ট পাওয়া যায়নি।
তার ধারা বাহিকতায় ঐ চুরির রেশ শেষ হতে না হতেই আজ ১৮ ফেব্রুয়ারী দিবাগত রাতে আজও ৪ গরু বিষমপুর হতে চুরি হয়। যা এলাকা বাসী টের পেয়ে ধাওয়া করে।
কিন্তু পিক আপ এত দ্রুত গতিতে চালিয়েছে এলাকায় অনেকে আহত হয়েছে। আজকেও(১৮-০২-২২ইং) সাথে সাথে ৯৯৯ এ কল দেয়া হয়েছে। সব জায়গায় লোক সেট করার পরও চুর ধরা যাচ্ছে না।এই অবস্হায় এলাকাবাসী আতংকে আছে।
Leave a Reply