ত্রিশালে পরপর তিন হত্যাকান্ডের ‘জিলানী বাহিনী’র মূলহোতা সহ গ্রেপ্তার ৩
ময়ময়নসিহ প্রতিনিধি
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
চাঞ্চল্যকর ও বহুল আলোচিত ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের খাগাটি গ্রামে পরপর তিন হত্যাকান্ডের ঘটনায় ভুমিদস্যু সিন্ডিকেট ‘জিলানী বাহিনী’র মূলহোতা আব্দুল কাদের জিলানী ও তার সহযোগীসহ ০৩ জনকে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
সম্পাদকীয় কার্যালয় - ঢাকা অফিস : নতুন বাজার, ভাটারা, গুলশান-২, ঢাকা-১২১২।
ইতালি অফিস: Milano Cadorna, Piazzale Cadorna, Milan, Metropolitan City of Milan, Italy.
Leave a Reply