নেত্রকোনার দুর্গাপুরে পৌরসভার দক্ষিণপাড়া এলাকায় ইলিয়াস তালুকদার (২৩) নামে এক কিশোরকে কে বা কারা কুপিয়ে মারাত্মক জখম করে ধানক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ওই কিশোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
এ ঘটনার পরই পৌর এলাকার শহীদ মিনারের সামনে আশিফুর রহমান আসিফ (১৫) নামে আরেক কিশোরকেও এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
একপক্ষের সমর্থকরা শহরের উকিলপাড়া এলাকার একটি দোকান ও গাড়ি ভাংচুর করে পালিয়ে যায়।
দুর্গাপুর থানার ওসি শাহ-নুর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আতিক নামের একজনকে আটক করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
Leave a Reply