অবাক বিশ্বে আজব দেশ,
সে তো মোদের বাংলাদেশ!
নয়তো কি?
অনেক দেশে আছে অনেক ধর্মের মানুষ,
কথায় কথায় ধর্মের দোহাই,
কথায় কথায় হুমকি আর হুংকার,
জিহাদের জন্য প্রস্তুত?
রক্ত দিতে প্রস্তুত,প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত?
দেশ ধ্বংস করে দিতে প্রস্তুত?
নাস্তিকি আর নাস্তিক,
এই হুজুর কয় ঐ হুজুর নাস্তিক!
নাস্তিক বলা তো মনে হয়
চায়ের আড্ডায় আমজনতার কথার মতো হয়েছে !
ওয়াজ মাহফিলে গালাগালি!
ধর্মের অপ-ব্যাখ্যার …
এক-এক জনের একক ফতোয়া
ওলি আাউলিয়াদের মাজার ভেঙ্গে দেওয়ার।
বিধর্মীদের উৎসব, সংষ্কৃতি নিশ্চিহ্ন করতে হবে!
গান শুনা, গাওয়া হারাম বলে আখ্যা দেওয়া
অথচ সেই গানই মাহফিলে বক্তাদের মুখে শুনা যায়…..!
যদিও কিনা ধর্মের অপ-ব্যাখ্যা মহাপাপ
তবুও কি হয়েছে বন্ধ অপ-ব্যাখ্যা?
অপ-ব্যাখ্যার কারণ তো মনে হয় প্রতিহিংসা!
কিন্তু ধর্মীয় গ্রন্থে কি তাই বলেছে?
যাদের কাছে ভাল কিছু শিখতে আশা করি
তাদের কাছে শিখবো তো দূরের কথা
ভাল কিছু দেখতেই পাচ্ছিনা !!!
Leave a Reply