প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর ধসে পড়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হক। এ ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
‘উপহার পাওয়া ঘরের দেয়াল ধসে পড়ল বৃদ্ধার উপর’ এ শিরোনামে যুগান্তর ও অনলাইন যুগান্তরে সংবাদ প্রকাশিত হয়।
জেলা প্রশাসক চুকাইবাড়ী ইউনিয়নের দুর্যোগ সহনীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ঘর এবং দেয়াল ধসে পড়া দুটি ঘর পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের জানান, অসহায় মানুষ যাদের ঘর নাই তাদের ঘর দেওয়া হচ্ছে, তৈরি ঘরগুলো খুবই সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। ২-১টি ঘরে ত্রুটি হয়েছে, ত্রুটিপূর্ণ ঘর নির্মাণে কারো গাফিলতি থাকলে কোনো ছাড় দেয়া হবে না।
দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ৮০ বছরের বৃদ্ধা অসহায় মমতাজ বেগমের চিকিৎসার দায়িত্ব নেন ডিসি। চিকিৎসার জন্য নগদ ৫ হাজার টাকা প্রদান করেন তিনি। দেওয়ানগঞ্জ থেকে মমতাজ বেগমকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply