ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৭ প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-১৪। এ সময় তাদের দেহ তল্লাশী করে স্বর্ণ সদৃশ নকল ১০ টি স্বর্ণের বার, দুইটি হাতযুক্ত চামচ, হাতল ছাড়া চামচ একটি, মেটাল পলিশ একটি, হাতলসহ এক্স ব্লেড ০১, ড্রিল মেশিন ০১ টি, সিএনজি অটোরিক্সা ০১টি, ও ৫টি মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. রুবেল মিয়া (৩০), মো. শিপন (২৮), আমিনুল ইসলাম (২৫), তারা জেলার ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা। মো. মোশাররফ হোসেন (৩২), সাইফুল (৩৫), মো. রাব্বিল হাসান (২৫), তারা সদর উপজেলার বাসিন্দা।
সোমবার (১৭ নভেম্বর) দ্বিবাগত রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৮ নভেম্ব) দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এ বিষয়ে র্যাব-১৪, মিডিয়া অফিসার সিনিয়র এএসপি জোনাঈদ আফ্রাদ বলেন, জেলার বিভিন্ন এলাকায় একটি প্রতারকচক্র নকল স্বর্ণের বার দেখিয়ে দীর্ঘদিন যাবৎ নিরীহ মানুষকে স্বর্ণের প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার লিখিত অভিযোগের প্রেক্ষিতে র্যাব তদন্ত করে আসছে। তদন্তের সত্যতা পাওয়ায় বিভিন্ন নকল স্বর্ণের বারসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন তারা দীর্ঘদিন যাবৎ এই প্রতারণা পেশার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
Leave a Reply