নাটোর প্রতিনিধি:নাটোরে করোনায় একজনের মৃত্যু ও
৩৫ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমন ধরা পড়েছে। ৫২ জনের নমুনা পরীক্ষা করে ওই ৩৫জনের শরীরে করোনার সংক্রমন পাওয়া যায়। সোমবার আক্রান্তের সংখ্যা অনেক উর্ধ্বমূখী । আ্রকান্তের মাত্রা ৬৭ পার্সেন্ট। আক্রান্ত ৩৫ জনের মধ্যে নাটোর সদরে ১৮ জন জন সিংড়া ১২জন,গুরুদাসপুরে ৪জন ও বাগাতিপাড়ায় ১জন। নাটোরের সিভিল সার্জন অফিস বিষয়টি নিশ্চিত করেছেন।
নাটোরের সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান বলেন, নাটোরে আজকে আক্রান্তের সংখ্যা অনেক বেড়েছে। পারসেন্ট টেন্সের পরিমাণ অনেক বেশী। এ অবস্থায় সবাইকে স্বাস্থ্য বিধি অনুসরন করে চলতে হবে। না হলে নাটোর ভয়াবহ অবস্থার সন্মুখীন হতে পারে। ইতমধ্যেই নাটোর সদর হাসাপাতালের করোনা ইউনিটের ৩১টি শয্যার বিপরিতে ৩৯ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।
নাটোর সদর হাসপাতালের উপ পরিচালক ডাঃ পরিতোষ কুমার বলেন, ৩১টি টি ক্যানুলা অক্স্রিজেন সিলিন্ডার এবং ছোট ছোট সিলিন্ডার দিয়ে চিকিৎসা কার্যক্রম চলছে। সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, আজ পর্যন্ত নাটোরে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৮৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫০১ জন। মৃত্যু হয়েছে ২৭জনের।
এ অবস্থায় রোববার রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরী সভা আহবান করা হয়। সভায় লক ডাউন পরিস্থিতি আরো কড়াকড়ি ভাবে পালন করা সহ আজ সামাজিক ট্রান্সমিশান কত পার্সেন্ট তা নির্নয়ের জন্য ৭টি উপজেলাতেই এস্ট্রোজেন পরীক্ষা করা হচ্ছে। অপরদিকে অক্সিজেন সরবরাহ নিয়মিত করতে আরো ক্যানুলা অক্সিজেন সিলিন্ডার ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Leave a Reply