নাটোর প্রতিনিধি :নাটোরে শহরের জংলী এলাকা থেকে জুয়া খেলার দায়ে পাঁচ জনকে আটক করেছে র্যাব। বুধবার রাতে গোয়েন্দা তথ্যের ভিক্তিতে সিপিসি-২ (নাটোর), র্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে সদর থানার মন্ডলপাড়া গ্রামের মোঃ আমজাদ মাস্টার (৬০), পিতা- ময়েন উদ্দিন এর সুপারী বাগান থেকে তাদের জুয়া খেলারত অবস্থায় গ্রেফতার করে।
র্যাব-৫ এর একটি বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারের সময় সেখান থেকে র্যাব দুই সেট তাস, একটি মোটা পলিথিন, জুয়া খেলায় ব্যবহৃত নগদ সর্বমোট ৫০১৫/- টাকা, ৫টি মোবাইল সেট, ৬টি সিম কার্ড ও দুইটি মেমোরি কার্ড জব্দ করে।
গ্রেফতারকৃত পাঁচজন হলো, মোঃ নাইম হোসেন (১৯), মোঃ কাবিল (৫৩), মোঃ তাহামির (১৯), মোঃ রনি হোসেন (২০) এবং মোঃ ইসমাইল হোসেন (৪০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত পাঁচজন উপস্থিত সাক্ষীদের সামনে ঘটনাস্থলে প্রকাশ্যে জুয়া খেলছিল বলে স্বীকার করে। এ ঘটনায় নাটোর জেলার সদর থানায় একটি মামলা দায়ের করেন।
Leave a Reply