নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে পারিবারিক কলহের জেরে মোছাঃ সোহাগী (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। রোববার দুপুরে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা পৌনে দুইটার দিকে উপজেলার নুরুল্লাপুর গ্রামের শাহিন আলমের স্ত্রী সোহাগী পারিবারিক কলহের জেরে আত্মহত্যার উদ্দেশ্যে গ্যাস ট্যাবলেট খায়। পরিবারের লোকজন ওষুধের বিষ ক্রিয়ায় অসুস্থ সোহাগীকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। বেলা আড়াইটার দিকে পথ্যিমধ্যে তার মৃত্যু হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply