নাটোর প্রতিনিধি :নাটোরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের নিচাবাজার এলাকায় ২ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট নবনির্মিত ভবনটির উদ্বোধন করা হয়। এই ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।
এসময় অারো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, শিক্ষাবিদ অধ্যাপক সুবিধ কুমার মৈত্র, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আশরাফুল ইসলাম, নাটোর জজ কোর্টের পিপি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তা।
ভবনটির উদ্বোধনের পূর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে ফিতা কেটে ভবন উদ্বোধনের পরে মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হন তারা।
দুই কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ভবনটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে নাটোর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
Leave a Reply