নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার বিকালে নগরীর দক্ষিণ কৃষ্টপুর কমিউনিটি পুলিশিং কার্যালয়ে আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ন-আহবায়ক জোনাইদ হোসেন টিপু’র উদ্যোগে আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় জোনাইদ হোসেন টিপু সঞ্চালনায় বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জোনাইদ হোসেন টিপু বলেন, বঙ্গবন্ধুর যৌবনের উত্তাপ দিয়ে গড়া ছাত্রলীগ নামের সংগঠনটি।
আন্দোলন সংগ্রামে এই সংগঠনটির অবদান অতুলনীয়। বিবাহিত ছাত্রলীগ দিয়ে ময়মনসিংহে সংগঠনটির কার্যক্রম চলছে দাবি করে অচিরেই নতুন কমিটি দেয়ার দাবি জানান জোনাইদ হোসেন টিপু।
Leave a Reply