ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রির দায়ে একজনকে আটক করেছে পুলিশ। আটক হাফিজ উদ্দিন নান্দাইল উপজেলার বাসিন্দা। শনিবার বিকালে উপজেলার চৌরাস্তা বাজার থেকে তাকে আটক করা হয়।
নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) ওবায়দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চৌরাস্তা বাজারে অভিযান চালিয়ে হাফিজ উদ্দিনকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে কর ফাঁকি দিয়ে বিভিন্ন বাজারে নকল ব্যান্ডরোলযুক্ত স্টার বিড়ি বাজারজাত করে আসছিল। এসময় তাঁর কাছ থেকে ৬৫ হাজার নকল বিড়ি জব্দ করা হয়।
তিনি আরও বলেন, এবিষয়ে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
এ সময় উপজেলার সকল বাজার ও দোকান হতে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি তুলে ফেলতে স্থানীয় চেয়ারম্যন সহ অন্যান্য জনপ্রতিনিধি ও বাজার কমিটিকে দায়িত্ব দেয়া হয়।
সরকারী বিধিমতে সরকার নির্ধারিত ১৮ টাকা মূল্যের কমের যেকোনও বিড়ি উৎপাদন, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ দন্ডনিয় অপরাধ। কর্মকর্তারা সকল কমদামী নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি উৎপাদন ও বিক্রয় বন্ধে ব্যবসায়ীসহ সকলের সহযোগীতা কামনা করেন। নকল ব্যান্ডরোলযুক্ত কমদামী বিড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Leave a Reply