‘দেশ শাসন করা নারীদের কাজ নয়’ বলে মন্তব্য করেছেন ফিলিপিনো প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। অবশ্য বিতর্কিত মন্তব্য তার জন্য নতুন কিছু নয়। সর্বশেষ নারীদের শাসন-সংক্রান্ত বিতর্কিত মন্তব্য করে তিনি দাবি করেছেন, মনস্তাত্ত্বিক পার্থক্যের কারণে নারীরা দেশ শাসনে অযোগ্য।
তার বক্তব্য-‘এটা (দেশ শাসন) নারীদের জন্য নয়। আপনি জানেন, নারী-পুরুষের মানসিকতা পুরো আলাদা। আপনি (নারী) এখানে এলে বোকা হয়ে যাবেন। সুতরাং ওটাই দুঃখের গল্প।’ শুধু নারী হওয়ার কারণে নিজের মেয়েকেও আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়ার অনুমতি দেননি দুতের্তে। একটি মহাসড়ক প্রকল্প উদ্বোধনের সময় ৭৫ বছর বয়সি এ নেতা বলেন, ‘আমার মেয়ে (নির্বাচনে) লড়বে না। আমি ইন্দেকে (তার মেয়ে সারা দুতের্তের ডাকনাম) নিষেধ করেছি। কারণ, আমি প্রেসিডেন্ট হয়ে যার মধ্য দিয়ে যাচ্ছি, সেটা তাকেও যেতে হবে ভেবে তার প্রতি আমার করুণা হয়।’
সারা দুতের্তে অবশ্য দাভো শহরের মেয়র হয়ে ইতোমধ্যেই নিজের নেতৃত্বগুণ প্রমাণ করেছেন। ২০২২ সালে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে তাকে অনেকেই সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে দেখছেন। সাম্প্রতিক এক জরিপে পছন্দের শীর্ষে নাম এসেছিল সারার। এরপরও তাকে প্রেসিডেন্ট পদে লড়ার অযোগ্য বলে ভাবছেন বাবা রদ্রিগো দুতের্তে। অথচ ফিলিপাইনে আগেও দুই নারী প্রেসিডেন্ট হয়ে দেশ শাসন করেছেন-গ্লোরিয়া ম্যাকাপাগাল আরোয়ো এবং কোরাজন অ্যাকুইনো।
Leave a Reply